• কোচবিহার-১ ব্লকে বাইসনের হানা, ঘুমপাড়ানি গুলি করে কাবু করল বনদপ্তর
    বর্তমান | ২৩ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বুধবার সকালে কোচবিহার-১ ব্লকে দাপিয়ে বেড়াল একটি বাইসন। প্রাণীটির তাণ্ডবে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাইসনটি একএলাকা থেকে আরএক এলাকায় ছুটে বেড়ানোর সেটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে বনকর্মীরা বাইসনটির পিছু নেন। শেষ পর্যন্ত বালাসি গ্রামে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করেন। সেখান থেকেই বাইসনটিকে পাতলাখাওয়ার জঙ্গলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইসনটি শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি হাট, ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীশাল হয়ে বালাসিতে পৌঁছে যায়। ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বাইসনটি এক জায়গা থেকে আরএক জায়গায় ছোটে। বাইসনটির ছবি তুলতে লোকজন মোবাইল নিয়ে ছোটাছুটি করে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 


    কোচবিহারে লোকালয়ে বাইসন বা বন্যপ্রাণী বের হওয়া নতুন কিছু নয়। এর আগেও বহুবার জঙ্গল ছেড়ে লোকালয়ে বাইসন এসেছিল। অতীতের ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এমনকী মৃত্যু পর্যন্তও হয়েছে। সাধারণত পাতলাখাওয়া বা জলদাপাড়ার জঙ্গল থেকে বাইসন লোকালয়ে চলে আসছে বলে বনদপ্তর সূত্রে খবর। এ সময় জঙ্গলের ঘাস শুকিয়ে যাওয়ায় এবং লোকালয়ের কৃষি জমিতে ভুট্টার চাষ হওয়ায় খাবারের জন্য বাইসন জঙ্গল থেকে বেরিয়ে আসে বলে বনকর্মীদের দাবি। 


    বনদপ্তরের কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ বলেন, একটি বাইসন লোকালয়ে এসেছিল। বালাসিতে সেটিকে ট্রাঙ্কুলাইজ করা হয়। পরে পাতলাখাওয়ার জঙ্গলে পাঠানো হয়েছে। এরআগে নিশিগঞ্জ, ঘোকসাডাঙা, নিউ চ্যাংরাবান্ধা এলাকায় বাইসন ঢুকে পড়ে। জলদাপাড়ার জঙ্গল থেকে বাইসনগুলি এসেছিল বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। বছর দু’য়েক আগে কোচবিহার শহর লাগোয়া টাকাগছে দু’টি বাইসন এসেছিল।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)