Italy: ২৪ ঘণ্টায় ১৬০ বারের বেশি কাঁপল ইতালির নেপলস
আজকাল | ২৩ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ইতালির নেপলস শহরে স্থানীয় সময় সোমবার সন্ধে ও রাতে ১৬০টিরও বেশি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ৪.৪ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় স্থানীয় সময় রাত ৮টার দিকে পোজুলির কাছে।ইতালির দক্ষিণাঞ্চলের এই অঞ্চলটিতে এটিই ছিল গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। খবর বিবিসি’র।ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাবু টানানো হয়। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তাতেই কাটিয়েছেন। কেউ কেউ আবার শহর ছেড়েছেন। নেপলসের মেয়র গায়েতানো মানফ্রেদি জানান, 'আরও গুরুতর ভূমিকম্প হতে পারে। কর্মকর্তাদেরকে সেই জরুরি পরিস্থিতি সামাল দিতে হবে, যে পরিস্থিতিতে আমাদেরকে কয়েক মাস থাকতে হতে পারে। আমি মানুষকে ভয় না করার জন্য বলতে পারি না। তবে আমি নেপলবাসীদের বলতে পারি যে, আমরা পরিস্থিতির দিকে নজরে রাখছি।'