• Taiwan: তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া
    আজকাল | ২৩ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ তাইওয়ান ঘিরে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। বৃহস্পতিবার সকাল থেকে এই মহড়া শুরু হয়েছে। চীনা সামরিক বাহিনী জানিয়েছে, ‘তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কঠোর শাস্তি’ হিসেবে এই মহড়া চালানো হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে তাইওয়ান প্রণালী, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিয়ু এবং ডঙিন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালাচ্ছে চীন। চীনের সামরিক মুখপাত্র লি সি বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতার’ নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হয়েছে। এছাড়া বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উসকানির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা এই মহড়া।’‌ গত সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং–তে শপথ নেন। শপথ গ্রহণের পর গত সোমবার জনসাধারণের উদ্দেশে নিজের প্রথম ভাষণে লাই তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে চীনকে আহ্বান জানান। কিন্তু চীন নিজেদের শক্তি প্রদর্শন শুরু করল। 
  • Link to this news (আজকাল)