• LETTER: প্রজ্জল রেভান্নর কূটনৈতিক পাসপোর্ট বাতিলের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সিদ্দারামাইয়া...
    আজকাল | ২৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয় চিঠি লিখলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেখানে প্রজ্জল রেভান্নর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার অনুরোধ জানিয়েছেন তিনি। গতমাসে প্রজ্জল রেভান্নর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠামাত্রই তিনি দেশ থেকে পালিয়ে যান। অবিলম্বে প্রজ্জলের পাসপোর্ট বাতিল করার কথা তিনি লেখেন চিঠিতে। প্রজ্জলের বিরুদ্ধে বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ইতিমধ্যেই আন্তর্জাতিক লুক আউট নোটিস জারি হয়েছে প্রজ্জলের বিরুদ্ধে। তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে প্রশাসন। তবে যদি প্রজ্জলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয় তবে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা সহজ হবে বলেই মনে করছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। 
  • Link to this news (আজকাল)