Explosion: ঠাণের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত চার
আজকাল | ২৩ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে ঠাণের ডোম্বিয়ালি এলাকার অন্তর্গত একটি কারখানায় বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, রাসায়নিক কারখানাটিতে তিনটি বিস্ফোরণ হয়। এরপরেই প্রায় গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেতেই হাজির হয় একে একে দমকলের ১৫টি ইঞ্জিন ও অ্যাম্বুল্যান্স। সূত্রের খবর, অগ্নিকাণ্ডের জেরে অন্তত চার জন মারা গেছেন। আহত অন্তত ২৫ জন। জানা গেছে ডে শিফটের কর্মীরা তখন কাজ করছিলেন, তখন এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় স্থানীয় কয়েকটি বাড়ির জানলা ভেঙে পড়ে। আগুন স্থানীয় কয়েকটি বাড়ি সহ একটি গাড়ির শোরুমে ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও অবধি আট জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজ জারি রয়েছে। জানা গেছে, কারখানার ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন।