• Digha: ‌দু’‌দিন দিঘা, মন্দারমনিতে মিলবে না কোনও হোটেল, কেন?‌
    আজকাল | ২৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ২৫ মে রয়েছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ওই দিন রয়েছে পূর্ব মেদিনীপুরের অন্তর্গত কাঁথি ও তমলুক আসনে ভোট। তাই ২৪ ও ২৫ মে দিঘায় কোনও হোটেল মিলবে না। প্রশাসনের তরফে ২৩ তারিখ সমস্ত হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ তারিখ থেকে ছন্দে ফিরবে দিঘা। মিলবে হোটেল। বৃহস্পতিবার সকালের মধ্যেই দিঘার সমস্ত হোটেল ফাঁকা করে দেওয়া হয়েছে। মন্দারমনি, তাজপুর, শঙ্করপুরের ক্ষেত্রেও একই নিয়ম। সেখানেও মিলবে না ২৪ ও ২৫ মে কোনও হোটেল। ২৩ তারিখের মধ্যে সমস্ত হোটেল খালি করে দেওয়ার নির্দেশ রয়েছে। পর্যটকরা আবার যেতে পারবেন রবিবার অর্থাৎ ২৬ মে থেকে। জানা গেছে কমিশনের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। ভোটের সময় বহিরাগতরা যাতে এলাকায় না ঢুকতে পারে তাই এই সিদ্ধান্ত। পাশাপাশি দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
  • Link to this news (আজকাল)