Nandigram: ভোটের দু'দিন আগে উত্তপ্ত নন্দীগ্রাম, থানা ঘেরাও, পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির ...
আজকাল | ২৩ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভোটের দু'দিন আগে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র। মহিলা বিজেপি সমর্থককে কুপিয়ে খুনের ঘটনার পরেরদিনের রণক্ষেত্র নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন বিজেপির কর্মী, সমর্থকদের। গতকাল নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে জনসভায় উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি। সেইদিন রাতেই সোনাচূড়ার মনসাবাজার এলাকায় একটি বুথের বাইরে বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে বিজেপির এক মহিলা সমর্থককে খুন করার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন আরও ৭ জন। এর প্রতিবাদে আজ সকালে নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। আগুন জ্বালিয়ে, গাছ ফেলে পথও অবরোধ করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেককে কটাক্ষ করে বলেন, 'ভাইপোর উস্কানিতেই এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে হামলা চালিয়েছে।'