• Weather Update: গভীর নিম্নচাপের জের, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায় ...
    আজকাল | ২৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণাবর্তের শক্তি বৃদ্ধি। শুক্রবার সকালেই গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে শনিবার থেকে হাওয়া বদল। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি। মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হবে গভীর নিম্নচাপে। গভীর নিম্নচাপ শুক্রবারের পর উত্তর-পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। রবিবার ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে ওড়িশা থেকে বাংলাদেশের মাঝে কোনও স্থলভাগে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গভীর নিম্নচাপের জেরে শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
  • Link to this news (আজকাল)