Kolkata: আজ কলকাতায় ভোটের প্রচার মমতার, একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ...
আজকাল | ২৩ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সপ্তম দফার ভোটের আগে আজ থেকে কলকাতায় প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ কলকাতা উত্তর এবং দমদম লোকসভা কেন্দ্রে প্রচার করবেন তিনি। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চৌরঙ্গি বিধানসভা এলাকার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে সভা করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বরাহনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। দুই বিগ ইভেন্টকে কেন্দ্র করে আজ শহরে আঁটসাঁট নিরাপত্তা। সকাল থেকেই তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতার একাধিক এলাকায় হবে যান নিয়ন্ত্রণ। বড়বাজার থেকে ধর্মতলা, শিয়ালদহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে সকাল থেকেই যান চলাচলের গতি প্রকৃতির ওপর নজর রেখেছে কলকাতা ট্রাফিক পুলিশ। হাওড়া থেকে কলকাতার দিকে আসা পন্যবাহী গাড়িগুলোর ওপর বিশেষ নজর রেখেছে। কাল সারারাত চলেছে নাকা চেকিং। এছাড়া সকালেও হাওড়া থেকে আসা সমস্ত যানবাহনের ওপর নজর রাখা হচ্ছে। সভা শুরু হবার ১ ঘণ্টা আগে থেকে এবং সভা শেষের ১ ঘণ্টা পর পর্যন্ত, একাধিক রাস্তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। সেগুলো হল, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, মদন দত্ত লেন, দুর্গা পিতুরি লেন, গৌড় দে লেন, গঙ্গাধর বাবু লেন, ক্যানিং স্ট্রিট, চিত্তরঞ্জন এভিনিউ, গনেশ চন্দ্র এভিনিউ, চৌরঙ্গী স্কোয়ার, চৌরঙ্গী রোড, এজেসি বোস রোড, স্ট্যান্ড রোড।