• Bangladesh MP Murder: পালঙ্কে রক্তের দাগ! শুরুটা বেডরুমে, কোপাতে কোপাতে কিচেনে...
    ২৪ ঘন্টা | ২৩ মে ২০২৪
  • নান্টু হাজরা: কলকাতাতেই খুন হন তিনি বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম। তাঁর খুনের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে আটক করা হয় ৩ জনকে। ধরা পড়া এই তিন জন ব্যক্তি ৩০ এপ্রিল নাগাদ কলকাতায় আসে। এক দালালের মাধ্যমে রেন্টালে ভাড়া করা ছিল গাড়ি। ৩০ এপ্রিল থেকে ভাড়ার ওই গাড়ি ব্যবহার করা শুরু করে বাংলাদেশি তিন আততায়ী। গাড়ির চালকের জেরায় মিলেছে এই তথ্য। খুনের কযেকদিন আগে ওই গাড়িতে করে শহরের বিভিন্ন শপিংমল, রিটেল স্টোর সহ একাধিক জায়গায় ঘোরেন তাঁরা।
  • Link to this news (২৪ ঘন্টা)