• SACHIN: জাপানের মাটিতে ভারতের জয়জয়কার
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের শচিন সারজেরাও পুরুষদের লোহার বল নিক্ষেপে স্বর্ণ পদক পেয়েছেন। ১৬ দশমিক ৩০ মিটার দূরে সটপাট ছুঁড়ে শচিন এশীয় রেকর্ড করেন। আরেক ভারতীয় প্রতিযোগী ধরমবীর পুরুষদের ক্লাব বা মুগুর ছোঁড়ার ইভেন্টে ব্রোঞ্জ পদক পান। তিনিও এশীয় রেকর্ড করেন। ভারত এখনও পর্যন্ত ৫টি সোনা, ৪টি রূপো এবং ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে এই প্রতিযোগিতায়।
  • Link to this news (আজকাল)