আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর হতাশার চিত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুমে। ম্যাচের পর মুষড়ে পড়েন বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা। হার মেনে নিতে পারছেন না আরসিবির প্রাক্তন নেতা। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে যে ভিডিও পোস্ট করেছে আরসিবি তাতে আক্ষেপ করেন বিরাট। আইপিএলের প্রথমদিকে খারাপ খেলার জন্য আফশোস ধরা পড়ে তাঁর গলায়। স্বীকার করে নেন, নিজেদের মান অনুযায়ী খেলতে পারেননি তাঁরা। তবে শুরুতে টানা সাত ম্যাচ হারের পর যেভাবে ফিরে এসেছে দল, তাতে তিনি গর্বিত। বিরাট বলেন, 'সত্যি বলতে, আইপিএলের প্রথম দিকটা আমরা একেবারেই খেলতে পারিনি। নিজেদের মান রাখতে পারিনি। তারপর আমরা নিজেদের ছন্দ ফিরে পাই। নিজেদের মর্যাদা রক্ষার জন্য খেলি। তারপর ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাই। তারপর যেভাবে প্রত্যাবর্তন করে আমরা প্লে অফে উঠেছি, সেটা সত্যিই স্পেশাল। এটা আমি চিরকাল মনে রাখব। এটার জন্য ছেলেদের চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করতেই হবে।' প্রথমদিকে টানা হারের পরও সমর্থনের খামতি ছিল না। আরসিবির প্রত্যেক ম্যাচে ভরে যায় গ্যালারি। সে যেখানেই হোক। সমর্থকদের ধন্যবাদ জানান কোহলি।