• Suvendu Adhikari: পুলিশকর্তার সঙ্গে খুনিদের বৈঠকের অভিযোগ, নন্দীগ্রাম থানায় বিস্ফোরক শুভেন্দু...
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রাম থানার আইসি খুনিদের সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি নেতার মায়ের মৃত্যুর কাণ্ডে এমনই বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বুধবার রাতে মৃত্যু হয়েছে নন্দীগ্রামের বিজেপি কর্মীর রথীবালা আড়ির। গুরুতর আহত তাঁর ছেলেও। এই পরিস্থিতিতে কার্যত অগ্নিগর্ভ নন্দীগ্রাম। গোটা গ্রাম ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বৃহস্পতিবার নন্দীগ্রামে আসেন বিরোধী দলনেতা। যান নন্দীগ্রাম থানায়। সেখানে এক পুলিশকর্মীর মুখোমুখি হয়ে শুভেন্দুর অভিযোগ, ‘যাঁরা খুন করেছে তাঁরা থানায় এসেছিল। খুনিদের সঙ্গে আইসি মিটিং করেছেন। আমি জানতে চাই খুনিদের সঙ্গে এখনই মিটিং করেছেন কেন? মজা দেখাব আইসিকে’। বিজেপি নেতার মায়ের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি নন্দীগ্রামে। এদিন সকালে মনসা বাজার এলাকায় পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। স্থানীয় দোকানগুলিতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশকে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে উঠলেও অস্বীকার করেছে শাসক দল।
  • Link to this news (আজকাল)