• DEATH: হুগলিতে অপহৃত শিশু খুনের মামলায় সাজা ঘোষণা শনিবার
    আজকাল | ২৪ মে ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: অপহরণ করে শিশু খুনের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন শ্রীরামপুর আদালতের প্রথম দায়রা বিচারক মনোজ কুমার রাই। সাজা ঘোষণা করা হবে আগামী শনিবার। ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে চন্ডীতলা থানা এলাকায়। অভিযুক্ত উত্তম বিশ্বাস ১০ বছরের শুভ হালদারকে অপহরণ করে। এবং বাবা গোকুল হালদারের কাছে কয়েক লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে। পাশাপাশি শুভকে খুন করে তাঁর বাড়ির পাশের খড়ের গাদায় লুকিয়ে রাখে উত্তম বিশ্বাস। অপহরণের সাত দিন পর ওই খড়ের গাদা থেকে নাবালক শুভর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। ২০১৩ সাল থেকে ঘটনার তদন্ত করে সিআইডি। চার্জশিট পেশ করার পর মামলার বিচার প্রক্রিয়া চলতে থাকে। বৃহস্পতিবার শ্রীরামপুর আদালত উত্তম বিশ্বাসকে অপহরণ, মুক্তিপণ চাওয়া এবং খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে। আগামী শনিবার সাজা ঘোষণা হবে।
  • Link to this news (আজকাল)