• SNU: এস এন ইউ-তে আন্তর্জাতিক সেমিনার এবং এনএমআর ওয়ার্কশপ
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পক্ষ থেকে আয়োজন করা হল আন্তর্জাতিক সেমিনার এবং এনএমআর ওয়ার্কশপ। রসায়ন বিভাগের পক্ষ থেকে এই আলোচনাচক্রের আয়োজন করা হয়। পড়ুয়াদের মধ্যে জ্ঞানের আদানপ্রদান, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাগত যোগ্যতার উন্নতি ঘটানোই ছিল এই সেমিনারের প্রধান লক্ষ্য। সেমিনারে অংশগ্রহণ করেন স্পেনের ইউনিভার্সিটি অফ ভাল্লাদোলিদের প্রফেসর ড. সেলেডোনিও এম আলভারেজ এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা কাল্টিভেশন অফ সায়েন্সের প্রফেসর ড. তপন কান্তি পাইন। প্রফেসর আলভারেজ তাঁর সাম্প্রতিক গবেষণা নিয়ে আলোচনা করেন। অন্যদিকে প্রফেরসর পাইন ভারতের গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। পশ্চিমবঙ্গের বুকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রথম যারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই ধরণের কাজে হাত মিলিয়েছে। এই সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী পড়ুয়ারা ভবিষ্যতের দিকে আরও একধাপ এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)