• রাতের মধ্যেই খালি করতে হবে দিঘার সব হোটেল...! ৪৮ ঘণ্টা পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা!
    | 2024-05-23
  • হাতে মাত্র ৪৮ ঘণ্টা, তারপরেই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ দিঘায়। দু’দিন পাওয়া যাবে না দিঘায় হোটেল, প্রশাসনের কড়া নির্দেশ। ইতিমধ্যেই হোটেল খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

    ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের অন্যতম জায়গা দিঘা। তাই তো কাজের ফাঁকে সুযোগ পেলেই দিঘা সমুদ্রে প্রিয়জনকে নিয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায় বাঙালি পর্যটকদের। এটাই প্রতি উইকএন্ডে দিঘার চেনা ছবি। কিন্তু চলতি সপ্তাহে এই চেনা ছবিটাই বদলে যাবে। ভোটের জন্য প্রশাসনের কড়া নির্দেশ।

    পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ২৫ মে, শনিবার। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ ওই দিন। রাজ্য তথা জেলার জনপ্রিয় পর্যটন নগরী দিঘা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

    ২৫ মে কাঁথিতে ভোট হওয়ায় প্রশাসন নির্দেশ দিঘার সমস্ত হোটেল খালি করার নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে এই নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনেই দিঘার হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হোটেলে পর্যটকদের ২৩ মে’র অর্থাৎ আজকের মধ্যে হোটেল খালি করার কথা জানানো হয়েছে।

    প্রসঙ্গত, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের আগে এলাকায় বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশ নামায় রয়েছে ভোটের সময় এলাকায় বহিরাগতদের রাখা যাবে না, সেইমতো দিঘা হোটেলে আগত পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে দিঘার বিভিন্ন হোটেলগুলিকে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।

    দিঘার পর্যটকদের হোটেল খালি নিয়ে কাঁথি মহকুমা শাসক তথা দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক জানান, 'ভোটের সময় নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে শাসন ব্যবস্থা চালানো হয়। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই হোটেল পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের হোটেল খালি করার কথা বলা হয়েছে।’

    এ দিকে, দিঘা জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। এমনকি দিঘা-ওড়িশা বর্ডারে চলছে কড়া নজরদারি। প্রশাসনের এই হোটেল বন্ধ রাখার নির্দেশ ২৫ মে পর্যন্ত। তারপর আবার দিঘা স্বাভাবিক ছন্দে ফিরবে।
  • Link to this news ()