• দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি! আত্রেয়ীর ড্যামে চলছে বিপজ্জনক ফটো শ্যুট
    | 2024-05-23
  • দক্ষিণ দিনাজপুর: বিপজ্জনক এলাকা ঘোষণার পরেও আত্রেয়ী নদীর ড্যামে ফটো শ্যুট করতে ভিড় বাড়াচ্ছেন সাধারণ মানুষ। যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ড্যাম চত্বরে সতর্কতা অবলম্বন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন৷ রীতিমত পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মৃত্যুকে ভয় না করে আবারও দেদার চলছে ফটো শ্যুট।

    সম্প্রতি ড্যামে নেমে প্রাণ হারায় এক স্কুল পড়ুয়া। নড়ে চড়ে বসেছিল প্রশাসন। লাগানো হয় সতর্কতামূলক পোস্টার। বন্ধ করে দেওয়া হয় ড্যামে নামা। সম্প্রতি দুর্ঘটনার পরেও শিক্ষা নেয়নি সংস্কৃতির শহর বালুরঘাট। কিছু দিন বন্ধ থাকেলেও আবারও আমাদের ক্যামেরায় ধরা পড়ল আত্রেয়ী ড্যামে উঠে চলছে ঝুঁকিপূর্ণভাবে ফটো শ্যুট।

    পুলিশি নিষেধাজ্ঞা জারি থাকলেও বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে ফটোশ্যুট। প্রসঙ্গত ৩১ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করেন এই ড্যামের। এই ড্যাম নির্মাণকে কেন্দ্র করে আগে থেকেই রীতিমতো উৎসাহ উদ্দীপনা ছিল জেলা তথা বালুরঘাটবাসীর। নির্মাণ হওয়ার সময় থেকেই এই ড্যাম ফটো শ্যুট করার জায়গা হয়ে ওঠে, পাশাপাশি ওয়াটার পার্ক ভেবে চলে স্নান প্রক্রিয়া।
  • Link to this news ()