• Jos Buttler: আইপিএলের স্বপক্ষে, বিশ্বকাপের আগে বিতর্কিত মন্তব্য বাটলারের...
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সামনেই টি-২০ বিশ্বকাপ। তার প্রস্তুতিস্বরূপ আইপিএলের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছে জস বাটলারকে। কিন্তু ইংল্যান্ডের অধিনায়কের একটি মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করল। তিনি স্পষ্ট জানান, আইপিএলের সময় কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকা উচিত নয়। বৃষ্টির জন্য পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ভেস্তে যাওয়ার পর বাটলার বলেন, 'একটা নতুন টুর্নামেন্ট খেলতে চলেছি। সবাই মিলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাব। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, আইপিএলের সময় আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকা উচিত নয়। আমি পুরোপুরি নিজের মনের কথা বললাম। আইপিএলের সঙ্গে যাতে কোনও সংঘাত না হয় সেদিকে নজর রাখা উচিত। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আমার প্রথম বিশ্বকাপ। আমরা ভাল প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব।' এখন এমন কথা বললেও, কয়েকদিন আগে ইংল্যান্ডের বোর্ড প্রধানকে পাকিস্তান সিরিজ খেলার বিষয়ে সম্মতি জানান বাটলার। তখন নাকি তিনি জানিয়েছিলেন, আইপিএল ছেড়ে দ্রুত ফিরে যেতে চান। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চেয়েছিলেন বাটলার। হঠাৎই এই বিরূপ আচরণ এবং মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। বাটলার ফিরে যাওয়ার পর ব্যাক টু ব্যাক চার ম্যাচ হারে রাজস্থান রয়্যালস। এলিমিনেটরে কোহলিদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্সের মুখোমুখি হবে সঞ্জুরা।‌
  • Link to this news (আজকাল)