• Nandigram: নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপি কর্মীর খুনের ঘটনায় অগ্নিগর্ভ নন্দীগ্রাম। বুধবার রাতে এই ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। মনসা বাজার এলাকায় পথ অবরোধ করা হয়। রাস্তার ওপর গাছ ফেলে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আশেপাশের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই দুপুরে নন্দীগ্রামে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। দলে ছিলেন পার্থ ভৌমিক, তৃণাঙ্কুর ভট্টাচার্য, রাজীব ব্যানার্জিরা। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। তবে নন্দীগ্রামে গিয়েও প্রতিবাদের মুখে পড়তে হয় শাসক দলকে। রাস্তা অবরোধ করে গো ব্যাক স্লোগান শুনতে হয়।
  • Link to this news (আজকাল)