• Search : বাংলাদেশের সাংসদ খুনে দেহ তাল্লাশি ভাঙরে
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : তবে কী এবার জল্পনার অবসান হতে চলেছে? বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধার করতে মরিয়া তদন্তকারী দল। আনোয়ার উল আজিম আনারকে খুন করা নিয়ে দুই দেশের পক্ষ থেকেই তদন্ত চলছিল। নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অ্যাপ ক্যাপ চালককে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পেরেছে মৃতদেহ টুকরো টুকরো করার পরে পোলেরহাট থানার অন্তর্গত ভাঙরে কৃষ্ণ মাটি গ্রামে মৃতদেহের কয়েকটি অংশ ফেলা হয়েছে । এই মুহূর্তে সিআইডি টিম সেখানে পৌঁছেছে এবং তল্লাশি শুরু করেছে।
  • Link to this news (আজকাল)