• নিজের গড় সবং থেকে দেবকে বড় লিড দিতে ছুটছেন মানস
    বর্তমান | ২৪ মে ২০২৪
  • সংবাদদাতা, মেদিনীপুর: নিজের গড় ধরে রাখতে মন্ত্রী মানস ভুঁইয়া বৃহস্পতিবার সারাদিন দেবের সমর্থনে সবংয়ে ম্যারাথন প্রচার করেন। এদিন দশগ্রাম থেকে শুরু করে দণ্ডরা, সবং বাজার হয়ে তেমাথানিতে তাঁর প্রচার শেষ হয়। এরই মাঝে স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করে এলাকার খোঁজ খবরও নেন, কিছু পরামর্শও দেন। ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, দণ্ডরা এলাকায় বেশ কিছু বিরোধী পরিবার এদিন তৃণমূলে যোগ দেন। মন্ত্রী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। 


    প্রসঙ্গত গত লোকসভা ভোটে দলের প্রার্থী দীপক অধিকারী তথা দেব সবং  থেকে প্রায় ছ’হাজার ভোটে এগিয়ে ছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে মানস প্রায় সাড়ে ন’হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। এবার সেই ব্যবধান বাড়িয়ে গড় ধরে রাখতে নিজের বিধানসভা এলাকায় প্রচারে জোর দিয়েছেন তিনি। প্রতিদিনই কর্মীদের নিয়ে বৈঠক করে খোঁজ খবর নিচ্ছেন। এলাকায় এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি সবংয়ের বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরছেন। মন্ত্রীর দাবি, গত বিধানসভা ভোটের থেকে এবার ব্যবধান অনেক বাড়বে। 


    এদিন একাধিক জায়গায় বৈঠকে দলের কর্মীদের সতর্ক করে তিনি বলেন, এবার আর নরেন্দ্র মোদি কেন্দ্রে ক্ষমতায় ফিরবেন না। তাই বিজেপি মরিয়া হয়ে উঠেছে। তারা টাকা বিলিয়ে ভোট করাতে চাইছে। টাকার থলি নিয়ে ঘুরছে। কর্মীদের সতর্ক থাকতে হবে। ওরা ভোটারদের নানাভাবে প্রভাবিত করবে। এই দু’টো দিন পাড়ায় পাড়ায় কড়া নজরদারি রাখতে হবে। দেখতে হবে, ওরা যেন কোনওভাবেই ভোটারদের প্রভাবিত করতে না পারে। 


    বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, ভোটে নিশ্চিত পরাজয় জেনে তৃণমূল এখন নানা গল্প তৈরি করছে। ওরা বুঝে গিয়েছে, এবার আর মানুষ তৃণমূলকে ভোট দেবে না। শুধু সবং নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রেই এবার ওদের দলের প্রার্থী পরাজিত হবে। তাই ওদের নেতাদের মাথার ঠিক নেই। 
  • Link to this news (বর্তমান)