ত্রিশ হাজার লিড দিয়ে মান রাখবে মানবাজার, দাবি তৃণমূল নেতৃত্বের
বর্তমান | ২৪ মে ২০২৪
সংবাদদাতা, মানবাজার: বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত পুরুলিয়ার মানবাজার। স্বাভাবিক ভাবেই এবারের লোকসভা নির্বাচনে মানবাজার থেকে বেশি লিড পাওয়ার ব্যাপারে আশাবাদী তৃণমূল। ভোট ঘোষণার পর মানবাজারে তৃণমূলের এক কর্মিসভায় ৩০ হাজারের বেশি ভোটে জেতার দাবি করা হয়। তবে বিজেপির দাবি, তারাই মানবাজারে এগিয়ে থাকবে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় তৃণমূলের ফল খারাপ হয়েছিল। সেবার ২ লক্ষ ৪ হাজার ৭৩২ ভোটে হারেন তৃণমূলের প্রার্থী ডা. মৃগাঙ্ক মাহাত। তৃণমূলকে হারিয়ে সেবার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত সাংসদ হন। তখনও মানবাজার বিধানসভা থেকে ১০ হাজারের বেশি ভোটে লিড পেয়েছিল তৃণমূল। আবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানবাজার থেকে ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস। লোকসভা থেকে বিধানসভা নির্বাচনে আরও পাঁচ হাজার ভোট বেশি পায় তৃণমূল। মানবাজারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্ধ্যারানি টুডু তখন বিজেপির প্রার্থী গৌরী সিং সর্দারকে ১৫ হাজার ৫১৬ ভোটের ব্যাবধানে হারান। কিন্তু এবার সেই মার্জিন আরও বাড়বে বলে দাবি তৃণমূলের। এবার ৩০ হাজারের বেশি ভোট লিড দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। মানবাজারে বেশি ভোটে ব্যবধানের লক্ষ্যে আগে থেকেই প্রচার করছে তৃণমূল। উল্লেখ্য, মানবাজার বিধানসভার বিধায়ক সন্ধ্যারানি টুডু তিনি আবার পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী। তাঁর স্বামী গুরুপদ টুডু তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। পুরুলিয়ার হেভিওয়েট নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িও মানবাজার বিধানসভার পুঞ্চায়। তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতকে জেতাতে এবং মানবাজার থেকে লিড বাড়াতে তাদের প্রচার করতে দেখা গিয়েছে আগে থেকেই। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোথাও কর্মীদের নিয়ে বৈঠক, কখনও আবার বাড়ি বাড়ি প্রচার করতে দেখা গিয়েছে।
এবিষয়ে গুরুপদ টুডু বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি। তাতে মানুষের মধ্যে যে সাড়া পাওয়া গেছে মনে হচ্ছে মানবাজারে ৩০ হাজারের বেশি ভোটে লিড হবে। বিজেপির জেলার সাধারণ সম্পাদক তথা পুঞ্চার বাসিন্দা জনপ্রিয় ঘোষ বলেন, আগে মানবাজার বিধানসভা আমাদের ফলাফল খারাপ হয়েছে ঠিকই। কিন্তু এবার মানুষ বুঝে গিয়েছে। মানবাজার থেকে এবার আমরা পাঁচ হাজার ভোটে লিড দিব। ওরা শাসক দলে আছে তো তাই ৩০ হাজারের দাবি করেছে। কিন্তু এবার বিজেপি এগিয়ে থাকবে। ভোট প্রচারে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত। পুরুলিয়ার লাগদা গ্রামে তোলা নিজস্ব চিত্র