• ৩০ বছর আগে ধর্ষণের শিকার, ছেলের সহায়তায় অভিযুক্তদের ‘শাস্তি দিলেন’ মহিলা
    বর্তমান | ২৪ মে ২০২৪
  • লখনউ: তিরিশ বছর আগে ধর্ষণের শিকার হয়েছিলেন। জন্ম নেয় তাঁর পুত্র সন্তান। এজন্য আত্মীয়স্বজন, প্রতিবেশীদের কটূক্তির মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু এতদিনেও মনের জোর হারাননি নির্যাতিতা। ছেলের বড় হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছিলেন তিনি। তারপর ছেলের সাহায্যে শুরু করলেন আইনি লড়াই। শেষপর্যন্ত দুই অভিযুক্তকে ‘শাস্তি’ দিলেন ওই মহিলা। সম্প্রতি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি আদালত অভিযুক্তদের দশ বছরের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 


    ১৯৯৪ সালে তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। সেই সময় দুই ভাই ধর্ষণ করেন তাঁকে। এরজেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি।  তারপর থেকে নানা গঞ্জনা ও খোঁটা শুনে মানসিক যন্ত্রণায় জর্জরিত হতে হয়েছিল তাঁকে। তা সত্ত্বেও ছেলেকে বড় করে তোলার দায়িত্ব নিয়েছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘শাহজাহানপুর নামটি বললেই ভীষণ উদ্বেগ আর আতঙ্কের মধ্যে ভুগি। আমার ছেলে আমাকে শক্তি জুগিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। তবে এখন আর কোনও ভয় নেই। দোষীরা শাস্তি পেয়েছে। এতেই ভালো লাগছে।’ 
  • Link to this news (বর্তমান)