সংবাদদাতা, বজবজ: ডায়মন্ডহারবারে সবকটি রাজনৈতিক দলের প্রার্থী জোরদার প্রচার শুরু করেছেন। তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মহেশতলা পুরসভার এক থেকে ৩৫ নম্বর ওয়ার্ডে প্রচার ও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন দলের নেতা-কর্মীরা। সন্ধ্যার পর তাঁরা পথসভাও করছেন। কাউন্সিলারদের টার্গেট, গত বিধানসভা ভোটের লিড ছাপিয়ে যাওয়া। এ কাজে তৃণমূলের কাউন্সিলাররা কার্যত নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। পুরসভার ৩৫টি ওয়ার্ড এলাকাকে সাংগঠনিকভাবে দু’টি ব্লকে ভাগ করেছে তৃণমূল। এক থেকে ১০ (আট বাদে) এই ন’টি ওয়ার্ড নিয়ে হয়েছে মেটিয়াবুরুজ ব্লক দুই। আর বাকি ২৬টি ওয়ার্ড নিয়ে মহেশতলা টাউন ব্লক। এই দুটি ব্লকের মধ্যে পড়ে মহেশতলা ও মেটিয়াবুরুজ বিধানসভা। দু’টি ব্লকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের নিয়ে সভা করছেন কাউন্সিলাররা। বৃহস্পতিবার সন্ধ্যায় মেটিয়াবুরুজ ব্লকের কারবালার কাছে একটি জনসভা হয়। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভালো সংগঠক ও কাজের মানুষ পাওয়া কঠিন। তাঁর ভাবনা ও তাকে বাস্তবে রূপ দেওয়ার ভিতর এতটাই শৃঙ্খলা থাকে যা অবাক করে দেয়। এখন বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক কাজকে ধামাচাপা দিয়ে নিজেদের জাহির করতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজ্যের পাওনা কয়েক হাজার কোটি টাকা দিচ্ছে না। ফলে মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে মুভমেন্ট করেছেন। কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ করে এর জবাব আপনাদের দিতে হবে। এ জন্য অভিষেককে বিপুল ভোটে জিতিয়ে আনতে হবে। সভায় বক্তব্য রাখেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার সহ অন্যান্য নেতারা। অন্যদিকে এদিন বিকেলে মহেশতলার আক্রা পুরাতন বাজার থেকে বাটা মোড় পর্যন্ত রোড শো করে সিপিএম।