• পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস, মৃত শতাধিক
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ভূমিধসে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির এনগা প্রদেশের কাওকালাম গ্রামে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। খবর রয়টার্স’র।জানা গেছে, গভীর ঘুমে আছন্ন থাকাকালীন চোখের পলকে মাটির তলায় চলে যায় গোটা গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই তখন ঘুমে আছন্ন। পাহাড়ের একটা অংশ ধসে পড়ে। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মাটির নিচ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।যদিও রয়টার্স নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি। এদিকে, ব্যারিক গোল্ড পরিচালিত পোরগেরা সোনার খনির কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে এই ভূমিধস। প্রতিষ্ঠানটি এখনও তাদের ক্ষতি সম্পর্কে কিছু জানায়নি। দেশটির সরকারী কর্মকর্তা এবং পুলিশও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
  • Link to this news (আজকাল)