• HS: ত্রিপুরায় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, এগিয়ে মেয়েরা...
    আজকাল | ২৪ মে ২০২৪
  • নিতাই দে, আগরতলা: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হল। শুক্রবার দুপুরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিসে ফলাফল ঘোষণা করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পার্যদ সভাপতি ড: ধনঞ্জয়গঞ্জ চৌধুরী। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন এই বছর মাধ্যমিক পরীক্ষায় ৩৩ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে পাস করেছেন ২৯ হাজার ৫৩৪ জন। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৭.৫৪ শতাংশ। মাধ্যমিকে মেয়েরা এগিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি। উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিয়েছেন ২৫ হাজার ৩৫০ জন। পাস করেছেন ২০ হাজার ৯৫ জন। উচ্চমাধ্যমিকে পাসের হার ৭৯.২৭ শতাংশ। উচ্চ মাধ্যমিকেও মেয়েরা এগিয়ে রয়েছেন। মাধ্যমিকে ভাল ফলাফল করেছে দক্ষিণ ও পশ্চিম ত্রিপুরা জেলা। উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করেছে সিপাইজলা, পশ্চিম জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা। শতাংশ অনুযায়ী দেখা গেছে মাধ্যমিকে ৮৭.৫৪ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৭৯.২৭ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন।
  • Link to this news (আজকাল)