• Helicopter: কেদারনাথে হেলিকপ্টার বিপত্তি!‌ পুণ্যার্থীদের নিয়ে নামতে গিয়ে খেল কয়েক পাক চক্কর ...
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেদারনাথে হেলিকপ্টার বিপত্তি। রুদ্রপ্রয়াগের জেলাশাসক সৌরভ গাহারওয়ার জানিয়েছেন, শুক্রবার সকাল ৭.‌০৫ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের সিরসি হেলিপ্যাড থেকে ছয় পুণ্যার্থীকে নিয়ে কেদারনাথে গিয়েছিল কেস্ট্রেল এভিয়েশনের হেলিকপ্টারটি। সেখানে হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। ফলে পুণ্যার্থীদের নিয়ে হেলিকপ্টারটি চক্কর খেতে শুরু করে। বেশ কয়েক বার চক্কর খেয়ে সেটি মাটিতে পড়ে। যদিও পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হেলিকপ্টারটি। ছয় যাত্রী ও পাইলট সুরক্ষিত আছেন। অবশ্য এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কেদারনাথে। তদন্তে জানা গেছে, পিছনের দিকের রোটরে সমস্যা দেখা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে এখন চলছে চারধাম যাত্রা। বিপুল সংখ্যক পুণ্যার্থী আসছেন সেখানে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ‌
  • Link to this news (আজকাল)