আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে হিটস্ট্রোকে ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। যদিও সরকারিভাবে একে মেনে নেওয়া হয়নি। জালোরে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বারমেরে দুজনের মৃত্যু হয়েছে সেখানে বৃহস্পতিবার তাপমাত্রা ৪৮ ডিগ্রি পার করেছিল। এছাড়াও আলওয়ার, ভিলওয়াড়া, বালোত্রা এবং জয়সলমীরেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজস্থানের মন্ত্রী কিরোরি লাল মীনা জানিয়েছেন, সরকার মৃতদের পরিবারকে সহায়তা করবে। বিশ্ব উষ্ণায়নের জেরেই এভাবে তাপমাত্রা বাড়ছে বলেও দাবি করেন তিনি। সকলেই যেন গরমে সতর্ক থাকেন বলেও জানিয়েছেন তিনি। পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশেও তাপমাত্রা ৪৫ ডিগ্রি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আইএমডি ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লিতে। আগামী তিনদিন ধরে এই তাপমাত্রা বজায় থাকবে বলেও জানিয়েছে আইএমডি।