• SIDDARAMAIAH: প্রজ্জলকে দেশ থেকে পালাতে সাহায্য করেছেন দেবেগৌড়া : সিদ্দারামাইয়া...
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবোগৌড়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, দেবেগৌড়া তাঁর নাতি জনতা দল সেকুলারের সাংসদ প্রজ্জল রেভান্নকে জার্মানিতে পালিয়ে যেতে সহায়তা করেছেন। যৌন নির্যাতনের অভিযোগ থেকে বাঁচতেই নিজের নাতিকে বাঁচিয়েছেন দেবেগৌড়া। এখন লোক দেখানো চিঠি লিখে জনতার কাছে ভাল সাজতে চাইছেন। নিজের এক্স হ্যান্ডেলে দেবেগৌড়া লেখেন, প্রজ্জলের জন্য লজ্জার শেষ নেই। গোটা পরিবার, দলের প্রতিটি সদস্যকে লজ্জার মুখে ফেলে দিয়েছে প্রজ্জল। যদি সে দোষী সাব্যস্ত হয় তবে যেন কঠিন সাজা হয় প্রজ্জলের। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশ কয়েকটি চিঠি লিখেছেন সিদ্দারামাইয়া। প্রজ্জলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার কথা সেখানে লিখেছেন তিনি। ৩৩ বর্ষীয় প্রজ্জল ২৭ এপ্রিল দেশ থেকে জার্মানিতে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা মামলায় লুক আউট নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ব্লু কর্ণার নোটিশ জারি করে প্রজ্জলকে খোঁজারও চেষ্টা চলছে।  
  • Link to this news (আজকাল)