পূর্ণবয়স্ক ব্যক্তির কঙ্কাল উদ্ধার, ব্যাপক চঞ্চল্য বড়ঞাতে
আজকাল | ২৪ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে এক পূর্ণবয়স্ক ব্যক্তির কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বড়ঞা থানার কাটনা-কুলি এলাকায়। কোথা থেকে ওই গ্রামে কঙ্কালটি এল তার তদন্ত নেমেছে বড়ঞা থানার পুলিশ। উদ্ধার হওয়া কঙ্কালটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে -শুক্রবার সকালে কয়েকজন যুবক ওই গ্রামের শেষ প্রান্তে অবস্থিত কয়েকটি তাল গাছ থেকে তাল পারতে যান। গাছ থেকে তালগুলো পারার পর তার মধ্যে কয়েকটি ঝোপের মধ্যে ছিটকে গিয়ে পড়ে। ঝোপের ভেতর থেকে তাল সংগ্রহ করতে গিয়ে যুবকরা একটি নরকঙ্কাল দেখতে পান। এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন -ঝোপের মধ্যে তারা একটি পূর্ণবয়স্ক মানুষের মাথার খুলি এবং হাতের কিছুটা অংশ খুঁজে পেয়েছেন। কঙ্কাল উদ্ধারের ঘটনার খবর এরপর তারা বড়ঞা থানাতে জানানো হয়। পরে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যায়। বড়ঞা থানার এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন- প্রাথমিক তদন্তে আমাদের অনুমান শিয়াল বা অন্য কোন জন্তু ওই কঙ্কালটিকে মুখে করে টেনে নিয়ে ঝোপের মধ্যে রেখেছিল। পুলিশের আরও অনুমান- গত কয়েকদিনে বৃষ্টিতে মাটি আলগা হয়ে থাকার জন্য কোনও কবর থেকে ওই কঙ্কালটিকে বন্য জন্তুরা মুখে করে তুলে থাকতে পারে। কঙ্কালের পরিচয়, তার বয়স এবং মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ধারণের জন্য ইতিমধ্যেই সেটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।