আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার একাধিকবার উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম। এবার ওই নন্দীগ্রাম থেকেই গ্রেপ্তার করা হল বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়াকে। বিজেপির নন্দীগ্রাম ১ মণ্ডলের সভাপতি ধনঞ্জয়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নের দিন অশান্তির ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। তমলুক থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার। তমলুকে আদালতে হাজির করানো হবে ধৃতকে। প্রসঙ্গত, গত ৫ মে মনোনয়ন জমা দিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিন মিছিল করে জেলাশাসকের দপ্তরে যান বিজেপি প্রার্থী ও দলের কর্মী–সমর্থকরা। তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অনশনমঞ্চের কাছে পৌঁছতেই গন্ডগোল শুরু হয়। স্লোগান, পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ, বিজেপির মিছিল থেকে কয়েক জন জুতো নিয়ে চাকরিহারাদের অনশনমঞ্চের দিকে তেড়ে যান। মঞ্চের চেয়ার ভাঙচুরের পাশাপাশি ইট–পাটকেল ছোড়া হয়। ঘটনায় অনশনমঞ্চে উপস্থিত একাধিক চাকরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ। এর পরেই ধনঞ্জয় –সহ বেশ কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তারি।