• BSF: বিএসএফের তৎপরতায় পাচারের ছক বানচাল, উদ্ধার ৮৫ লক্ষ টাকার সোনা...
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ষষ্ঠ দফা ভোটের আগে সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ। ভারত–বাংলাদেশ সীমান্তের অন্তর্গত বসিরহাটের ঘোজাডাঙায় ৮৫ লক্ষ টাকার ১.‌২ কেজি সোনা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে জওয়ানরা। দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ১০২ ব্যাটালিয়নের বিএসএফ কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার এক বাইক আরোহীকে আটকায়। তল্লাশিতে উদ্ধার হয় বড় ও ছোট মিলিয়ে ১১ টি সোনার বাট। বাজেয়াপ্ত হওয়া সোনার টুকরোগুলির ওজন ১১৬৬.৪৮ গ্রাম। ধৃত পাচারকারীর নাম রবিউল রহমান গাজি। জেরায় ধৃত জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে এই সোনা পাচারের ছক চলছিল। 
  • Link to this news (আজকাল)