Money Recovered: ঘাটালের দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা...
আজকাল | ২৪ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভোটের এক দিন আগে ঘাটালের দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। জানা গেছে প্রায় ২৪ লক্ষ টাকা এখনও অবধি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও নগদ গোনা চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়িচালককে। পুলিশ সূত্রে খবর, দাসপুরের খুকুরদায় নাকা চেকিং চলছিল। সেই সময়েই স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়িটি আটকানো হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৪ লক্ষ টাকা। পুলিশ সূত্রে দাবি, ওই টাকার বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি কেউ। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খোঁজ করে দেখা হচ্ছে। টাকার উৎসের খোঁজ চলছে। এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, এটা পার্টির টাকা। পার্টি অফিসের রক্ষণাবেক্ষণের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।