আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে নবগ্রাম থানার অন্তর্গত রামানন্দপুর গ্রামে রাস্তার পাশের দেওয়াল ভেঙে মৃত্যু হল বছর ষাটেকের এক মহিলা এবং তার ১১ মাসের নাতনির। মৃত মহিলার নাম গঙ্গা মণ্ডল এবং শিশুটির নাম প্রিয়াঙ্কা মণ্ডল।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে নাতনিকে কোলে নিয়ে তার ঠাকুমা গ্রামের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। আচমকাই একটি পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠাকুমার। গুরুতর আহত অবস্থায় গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা। সেখানেই মৃত্যু হয় শিশুটির। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং গত কয়েকদিনের বৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল পাঁচিলটি। দুর্ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে গ্রামবাসীদের অভিযোগ কেবল ওই দেওয়ালটি নয়, গ্রামের আরও বেশ কয়েকটি মাটির পাঁচিল এমনভাবেই হেলানো অবস্থায় রয়েছে। সামনেই বর্ষাকাল আসছে। তাই এইরকম দুর্ঘটনা ফের ঘটতে পারে বলে আশঙ্কায় গ্রামবাসীরা।