• WEATHER: ধেয়ে আসছে ‘রেমাল’, রবিবারই হবে ল্যান্ডফল
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ষষ্ঠ দফা ভোটের মধ্যেই রাজ্যে ঘুর্ণিঝড়ের দাপট। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার ঘুর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে। এর জেরে ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে হাওয়া বইবে।  ঘুর্ণিঝড়কে মাথায় রেখে তৈরি নবান্ন। পরিস্থিতি মোকাবিলায় খোলা হবে কন্ট্রোল রুম। প্রতিটি জেলায় বিশেষত উপকূলবর্তী জেলায় কন্ট্রোল রুম খোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণেও পরামর্শ দেওয়া হয়েছে। নজরদারি রাখছে প্রশাসনও।  ১৩০ কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকার ফলে ঝড়-বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় গাছ ভেঙে সমস্যা তৈরি হতে পারে। বহু এলাকার বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বিদ্যুৎ। সেজন্য দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি থাকছে।  হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে এর জেরে দুই ২৪ পরগনা, কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তবে রেমালের ল্যান্ডফল বাংলাদেশের দিকেই বলে জানিয়েছে হাওয়া অফিস। 
  • Link to this news (আজকাল)