• Election: ভোটের আগে কলকাতায় অস্ত্র উদ্ধার, ধৃত এক
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের আগে কলকাতায় অস্ত্র উদ্ধার। জানা গেছে বৃহস্পতিবার সন্ধেয় বৌবাজার থানা এলাকার বিএন সরকার সরণি এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার করা হয়েছে দেশি ৬ টি বন্দুক, ১০০ টি ৪ এমএম কার্তুজ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আব্দুল মাজিদ নামে এক যুবককে। তদন্তে জানা গিয়েছে আব্দুল মাজিদ (‌৪৮)‌ লিলুয়ার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বৌবাজার এলাকায় সাদা পোশাকে মোতায়েন ছিল। সন্দেহজনকভাবে আব্দুল মাজিদকে এলাকায় ইতঃস্তত ঘুরতে দেখেই সন্দেহ হয়। মাজিদকে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কাছ থেকে কোনও সদুত্তর না মেলায় চলে তল্লাশি। উদ্ধার হয় বিপুল অস্ত্র। কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, এই গ্যাঙের মাথা কে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার মাজিদকে আদালতে তোলা হবে। এদিকে, বৃহস্পতিবার বনগাঁ ও আসানসোলে তল্লাশি চালিয়ে বেঙ্গল এসটিএফ এর জালে ধরা পড়ে দুই অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হয় দুটি সেমি–অটোমেটিক পিস্তল সহ মোট ছয়টি আগ্নেয়াস্ত্র ও সাতান্নটি তাজা কার্তুজ।
  • Link to this news (আজকাল)