• METRO: শুক্রবার থেকে আরও রাত পর্যন্ত মিলবে মেট্রো
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে বেশি রাতেও মিলবে মেট্রো পরিষেবা। এতদিন পর্যন্ত দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে এবং দক্ষিণেশ্বরের জন্য শেষ মেট্রো ছাড়ত তার মিনিট দশেক আগে। তবে শুক্রবার রাত থেকেই বিশেষ পরিষেবা চালু করছেন মেট্রো কর্তৃপক্ষ। আপাতত সোম থেকে শুক্রবার চলবে বিশেষ ওই পরিষেবা। এই মুহূর্তে এই পরিষেবা চলবে পরীক্ষামূলক ভাবে।শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন থেকে রাত ১১টাতেও একটি মেট্রো ছাড়বে। তবে দমদম এবং কবি সুভাষ থেকে। দু’টি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। এই পরিষেবার সঙ্গে জোড়া হয়নি নোয়াপাড়া, বরাহনগর এবং দক্ষিণেশ্বরকে। ওই তিন স্টেশন থেকে রাত সাড়ে ৯টা নাগাদই শেষ মেট্রো পাওয়া যাবে আগের মতোই। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, রাত ১১টায় ছাড়া দু’টি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে। সেখান থেকেই টোকেন কিংবা স্মার্ট কার্ডও পাবেন যাত্রীরা।
  • Link to this news (আজকাল)