• সপ্তাহান্তে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা ...
    আজকাল | ২৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকে চড়া রোদ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। গরমে গলদঘর্ম দশা। এদিকে বঙ্গোপসাগরে আজই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার রাতে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। সেই সময় প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। সপ্তাহান্তে বাংলায় প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবারেও বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির দাপট বাড়বে শনিবার থেকে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া জেলাতে। হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা হাওড়া, হুগলি এবং নদিয়া। দুই এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। সঙ্গে দমকা ঝড়ো হাওয়া থাকবে। সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
  • Link to this news (আজকাল)