আজকাল ওয়েবডেস্ক: অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাট ও সিগন্যালিং সমস্যার জেরে অফিস টাইমে ব্যাহত হয়েছিল মেট্রো চলাচল। শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি। জানা গেছে, শ্যামবাজারে সিগন্যালিংয়ের সমস্যার কারণে দেরিতে চলছে মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।জানা গেছে এদিন সকাল দশটা নাগাদ আপ লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দমদমগামী মেট্রো। পরে অবশ্য ধীরগতিতে চলাচল শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় মেট্রো কর্তৃপক্ষ।