• BCCI: বিদেশি নয়, দেশি কোচই চাইছে বোর্ড? ইঙ্গিত জয় শাহের মন্তব্যে...
    আজকাল | ২৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের পরই শেষ রাহুল দ্রাবিড়ের চুক্তি। তাঁর উত্তরসূরির খোঁজ চলছে জোরকদমে। নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। আবেদন করার শেষ দিন ২৭ মে। তারমধ্যেই বেশ কয়েকটা নাম সামনে এসেছে। এই তালিকায় কয়েকজন ভারতীয়ের পাশাপাশি আছেন বিদেশিরাও। তারমধ্যে উল্ল্যেখযোগ্য নাম স্টিফেন প্লেমিং, রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার। ভারতীয়দের মধ্যে আছেন বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা। আবেদনের আর তিনদিন বাকি। এরই মধ্যে নতুন কোচ নিয়ে বড়সড় আপডেট দিলেন জয় শাহ। বোর্ড সচিবের দাবি, অস্ট্রেলিয়ার কাউকেই এই পোস্টের জন্য আবেদন করা হয়নি। জয় শাহ বলেন, 'ভারতীয় দলের কোচ হওয়া সবচেয়ে সম্মানের। আমরা অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দিইনি। সবটাই জল্পনা। আমরা সবদিক বিবেচনা করে একটি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ব্যক্তিকে বেছে নেব। যাকেই আমরা বেছে নিই, তাঁকে আমাদের ঘরোয়া ক্রিকেট বুঝতে হবে। ভারতীয় ক্রিকেটকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে।' জয় শাহের এই মন্তব্য থেকেই পরিষ্কার যে বিদেশি নয়, দেশি কোচই চাইছে বিসিসিআই। সেক্ষেত্রে গম্ভীর, শেহবাগরা অগ্রাধিকার পেতে পারে।
  • Link to this news (আজকাল)