আজকাল ওয়েবডেস্ক: আগামী আইপিএলে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? চলতি আইপিএল শেষেই ফের এই জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ধোনির আইপিএল অবসর প্রসঙ্গে বড়সড় আপডেট দিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি আশাবাদী আগামী বছরও ধোনিকে চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে। যদিও বিশ্বনাথন বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র ধোনিই নেবে। তাঁর কথায়, ‘এই প্রশ্নের উত্তর একমাত্র ধোনিই দিতে পারবে। ধোনির সিদ্ধান্তকে আমরা বরাবরই সম্মান জানিয়ে এসেছি। গোটা বিষয়টি ধোনির উপর ছাড়া হয়েছে।’ এরপরই তাঁর সংযোজন, ‘এটা সবাই জানে সঠিক সময়ে সিদ্ধান্ত জানিয়ে দেয় ধোনি। তাই এক্ষেত্রেও সময় এলেই ধোনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।’ যদিও তাঁর কথায়, ‘আমরা আশাবাদী ধোনি আগামী বছর ক্রিকেটার হিসেবে চেন্নাইতে থাকবে। এটা সমর্থকদের পাশাপাশি আমিও চাই।’ এটা ঘটনা, চলতি বছরের শেষে আইপিএলের মেগা নিলাম হওয়ার সম্ভাবনা। আর ধোনি খেলার ইঙ্গিত দিলে চেন্নাই যে তাঁকে ধরে রাখতে তা আর বলার অপেক্ষা রাখে না।