Indian Navy: ফিলিপিন্স-মানিলা সফর শেষে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ফিরে এল ভারতের তিন যুদ্ধজাহাজ...
আজকাল | ২৫ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ফিলিপিন্স, মানিলা সফর শেষে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ফিরে এল ভারতের তিন যুদ্ধ জাহাজ। দুই দেশের নৌবাহিনীর সম্পর্ক আরও শক্তিশালী করতেই এই সফর। এই সফরে ফিলিপিন্স এবং ভারতের নৌবাহিনীর মধ্যে চীনের বিরুদ্ধে ভবিষ্যতে লড়াই করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নৌবাহিনীর সদস্য এবং ফ্ল্যাগ অফিসার কমান্ডিং, ইস্টার্ন ফ্লিট, অ্যাডমিরাল রাজেশ ধানকারের সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিপিন্সের কমান্ডার অ্যাডমিরাল অল রেনানটো ডেভিড, ডেপুটি কমান্ডেন্ডেন্ট ফর অপারেশন, ভাইস অ্যাডমিরাল রোলান্ডো লিজর পুঞ্জলান। এর ফলে ভারত- ফিলিপিন্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।