BABY: মধ্য প্রদেশে হাসপাতালে ভর্তি হতে না পেরে অটো রিক্সাতেই শিশুর জন্ম...
আজকাল | ২৫ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মধ্য প্রদেশে মর্মান্তিক ঘটনা। হাসপাতালে ভর্তি হতে না পেরে অটো রিক্সাতেই জন্ম নিল শিশু। এরপর চাপে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নেয় মা ও শিশুকে। ঘটনার জেরে ইতিমধ্যেই তদন্ত কমিশন তৈরি করা হয়েছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলেই জানিয়েছে প্রশাসন। মহিলার স্বামী অভিযোগ করেছেন বারংবার বলার পরও তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এরপর বাধ্য হয়ে অটো রিক্সাতেই জন্ম নেয় তাঁদের সন্তান। এলাকার কিছু সুবুদ্ধিসম্পন্ন মানুষ তাঁদের পরিস্থিতি দেখে সহায়তা করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পেরে দ্রুত মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দুজনেই সুস্থ রয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মহিলার পরিস্থিতি ভাল ছিল না, তাই তাঁকে অন্য হাসপাতালে যেতে বলেছিলেন তাঁরা। তবে পরে দুজনকেই হাসপাতালে ভর্তি করে নেয় হাসপাতাল।