Nandigram: বিজেপি কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের তীর তৃণমূলের দিকে
আজকাল | ২৫ মে ২০২৪
রিয়া পাত্র, নন্দীগ্রাম: ভোটমুখী নন্দীগ্রামে উত্তেজনা ছড়াচ্ছে দফায় দফায়। খুনের অভিযোগ, গ্রেপ্তারির পর ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে নতুন করে উত্তেজনা ছড়াল মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়। ঘটনাস্থল মনসাবাজার এলাকার সাউথখালি জলপাই। কীভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা সঠিক জানা না গেলেও, অভিযোগ শুক্রবার দুপুরে আচমকাই কার্তিক দলুইয়ের ঘরে অগ্নিসংযোগ ঘটায় কেউ বা কারা। কার্তিক দলুই যদিও সেই সময় বিজেপির বৈঠকে যোগ দেওয়ার কারণে বাড়িতে ছিলেন না। বাড়ির খুদে সদস্য প্রথমে আগুন দেখত পেয়ে পরিবারের সকলকে ডাকে। পরিবারের সদস্যরা আগুন নেভান। পরিবারের সদস্যদের অভিযোগ, বিজেপি করার কারণেই তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। দুপুরে সকলের ঘুমিয়ে পড়ার সুযোগে খালপাড় দিয়ে এসে আগুন লাগায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। মন্টু বিজলি, কার্তিক দলুইয়ের মামা। অভিযোগের পাশাপশি আতঙ্ক তাঁর গলায়। পরপর ঘটে যাওয়া ঘটনায়, আতঙ্কে ঘুম হচ্ছে না মনসা দলুইয়েরও।