গভীর রাতে নেমে এল ভয়ংকর ধস, কাদামাটির নীচে চাপা পড়ে গেল কমপক্ষে ১০০
২৪ ঘন্টা | ২৫ মে ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর ভূমিধসের কবলে পাপুয়া নিউ গিনির এনগা প্রদেশ। পার্বত্য এলাকায় কাওকালাম গ্রামে ওই ভূমিধস এসে পড়ে। চাপা পড়ে যায় গ্রামের বিরাট একাংশ। তাদের বহু মানুষ নিখোঁজ হয়ে যান। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোট ৩টে নাগাদ ওই ভূমি ধস এসে আছড়ে পড়ে কাওকালাম গ্রামে।
সংবাদমাধ্যমে এক মহিলা জানিয়েছেন, ভূমিধস যখন ঘটে তখন অধিকাংশ মানুষই ঘুমিয়েছিলেন। এর মধ্যে গোটা গ্রামটাই কাদামাটির মধ্যে চাপা পড়ে যায়। আপাতত আন্দাজ করা হচ্ছে প্রায় একশো জন ওই ধসের নীচে চাপা পড়ে গিয়েছেন। ঘটনা পর উদ্ধার কাজে নেমেছেন গ্রামেরই মানুষজন। কাদামাটি সরিয়ে মৃতদেহগুলি উদ্ধার করা হচ্ছে। তবে স্থানীয় প্রশাসন একশো জনের মৃত্যুর খবর এখনও সরকারিভাবে ঘোষণা করেনি। পাশের পাহাড় থেকে বিপুল পরিমাণ কাদামাটি এসে আছড়ে পড়ায় গ্রামের বাড়িঘরগুলি চ্যাপটা হয়ে গিয়েছে।এবিসি নিউজের খবর অনুযায়ী, খুব ভোরবেলায় ভুমিধস হয়েছে। অধিকাংশ মানুষ সেইসময় ঘুমিয়ে ছিলেন। গোটা গ্রামকে চাপা দিয়ে দিয়েছে কাদামাটি। প্রশাসনের তরফে কোনও আপাতকালীন পরিষেবা ঘটনাস্থলে পৌঁছয়নি। কাওকালাম গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিনগা রোলে সংবাদমাধ্যমে জানান, ধসের খবর পেয়েছি। আমরা আত্মীয় ৪টি পারিবার ধসে চাপা পড়ে গিয়েছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। গ্রামের মানুষজন বিশাল বিশাল পাথর সরিয়ে মানুষজনকে উদ্ধারের চেষ্টা করছে। পাথার ছাড়াও বড় বড় গাছ চাপা পড়ে গিয়েছে মানুষজন। সাধারণ মানুষের এভাবে কাজ করা প্রায় অসম্ভব। রাস্তা আটকে যাওয়ায় এলাকায় পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল। বোঝা যাচ্ছে না কবে রাস্তা খুলবে। যারা বেঁচে আছেন তাদের জন্যও বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।