জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআই (BCCI) হন্যে হেয়ে খুঁজছে ভারতীয় দলের নতুন কোচ। একাধিকবার অনুরোধের পরেও রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সাফ জানিয়েছেন যে, তিনি আর দায়িত্বে থাকতে রাজি নন। অন্য়দিকে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণও (VVS Laxman) সাফ বলেছেন, তিনিও দায়িত্ব নিতে ইচ্ছুক নন। তাহলে কে হবেন কোচ? বিদেশিদের দিকেই ঝুঁকেছে বোর্ড। জয় শাহ (Jay Shah) অ্যান্ড কোংয়ের নজরে নাকি ছিলেন স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming), রিকি পন্টিং (Ricky Ponting), জাস্টিন ল্য়াঙ্গার (Justin Langer), টম মুডি (Tom Moody) ও অ্য়ান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। এখন জানা যাচ্ছে যে পন্টিং এবং ল্য়াঙ্গার দু'জনেই নাকি গুরুদায়িত্ব নিতে নারাজ। ল্য়াঙ্গার বলেছেন যে তিনি কেএল রাহুলের (KL Rahul) থেকেই জেনেছেন যে, ভারতীয় ক্রিকেটে কী রাজনীতিই না চলে!বিবিসি-র ক্রিকেট শো 'স্টাম্পড'-এ অতিথি হয়ে এসেছিলেন ল্য়াঙ্গার। সেখানে তিনি ভারতীয় দলের কোচিং করানোর প্রসঙ্গে বলেন, 'দেখুন আমি ভীষণ ভাবে জানি যে কোচ হলে কীভাবে জুড়ে থাকতে। অস্ট্রেলিয়াকে চার বছর কোচিং করিয়েছি। জানি কতটা ক্লান্তিকর। আমি কেএল রাহুলের সঙ্গে একদিন কথা বলছিলাম। ও বলেছিল যে, তোমার যদি মনে হয় যে, আইপিএল দলে কোচ হওয়া মানেই চাপের সঙ্গে রাজনীতিও রয়েছে। তাহলে তোমাকে বলি ভারতীয় ক্রিকেট দলের কোচ হলে সেটা হাজারগুণ বেশি। আমার মনে হয় রাহুল আমাকে খুব ভালো একটা পরামর্শই দিয়েছে।'
ল্য়াঙ্গারের সঙ্গেই নাম শোনা যাচ্ছিল রিকি পন্টিংয়েরও। তিনি আইসিসি রিভিউ অনুষ্ঠানে এই প্রসঙ্গে বলছেন, 'দেখুন এসব নিয়ে সোশ্য়াল মিডিয়াতে খুব বেশি চর্চা হয়। আইপিএলের সময়ে আমার সঙ্গে এই নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল যে, আমি ভারতীয় দলের কোচ হতে ইচ্ছুক কিনা! অবশ্য়ই আমি ভালোবেসেই কোনও সিনিয়র জাতীয় দলের কোচ হব। তবে এর সঙ্গেও কিছু বিষয় রয়েছে আমার জীবনে। পরিবারকেও সময় দিতে হবে। ভারতীয় দলের কোচ হলে আর আইপিএলে কোচিং করানো যাবে না। সেটা আমার কাছে ভাবার বিষয়। সিনিয়র জাতীয় দলের কোচ হওয়া ১০ বা ১১ মাসের। এই মুহুর্তে আমার যা লাইফস্টাইল তার সঙ্গে ভারতীয় দলের কোচের চাকরি ঠিক মানানসই নয়।'বিসিসিআই সচিব জয় শাহ আবার বলেছেন যে, তিনি কোনও অজিকেই প্রস্তাব দেননি কোচ হওয়ার জন্য়। মিডিয়াকে জয় বলেছেন, 'না আমি না বিসিসিআই, কোনও প্রাক্তন অস্ট্রেলিয়ানের কাছে কোচের প্রস্তাব নিয়ে গিয়েছে।'ভারত এই বছরের শেষের দিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আগামী বছর রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য়ও লড়বে ভারত। তিন ফরম্য়াটে বিশ্বের অন্য়তম সেরা দলের কোচ হওয়া মোটেই সহজ নয়। প্রত্য়াশার চাপ থাকবে গগনচুন্বী। ২০২৭ সাল পর্যন্ত কোচের রাতের ঘুম উড়বে। ফলে অনেকে এই কঠিন চ্য়ালেঞ্জ নিতেও ভাবছেন বারবার।