আজকাল ওয়েবডেস্ক: সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচের ঢাকে কাঠি পড়ে গেল। শুক্রবার থেকে অনলাইনে ভারত-কুয়েত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। রাত ন'টা থেকে bookmyshow তে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের টিকিট বিক্রি শুরু হয়। অফলাইন টিকিট কবে এবং কোথা থেকে পাওয়া যাবে এখনও জানানো হয়নি। ভরা যুবভারতীর আশায় ইগর স্টিমাচ। আড়াই বছর আগে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সুনীলদের সমর্থনে গ্যালারি ভরে গিয়েছিল। এবার আরও বেশি সমর্থন আশা করছেন ভারতের ক্রোয়েশিয়ান কোচ। স্টিমাচ বলেন, 'ম্যাচের গুরুত্ব এবং সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচের কথা মাথায় রেখে যুবভারতীর গ্যালারি ভরে যাওয়া উচিত। প্রথমবার বিশ্বকাপের কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ড থেকে আমরা এক ম্যাচ দূরে। আমি নিশ্চিত যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমর্থকরা কলকাতায় পৌঁছে যাবে, আমাদের জিততে সাহায্য করবে এবং সুনীলকে ধন্যবাদ এবং গুডবাই জানাবে। একটা আবেগপ্রবণ ম্যাচের অপেক্ষায়। আশা করছি শেষ বাঁশি বাজার পর আমরা একসঙ্গে সেলিব্রেট করতে পারব।' প্রথমে ২ জুন কলকাতায় আসার কথা ছিল সুনীলদের। কিন্তু এখানকার গরম এবং আদ্রতার সঙ্গে মানিয়ে নিতে ২৯ মে শহরে চলে আসবে ভারতীয় দল।