হিরণের বিরুদ্ধে এখনই তদন্ত নয়, জানিয়ে দিল হাইকোর্ট
আজকাল | ২৫ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই পুলিশি তদন্ত নয়। প্রার্থীর বিরুদ্ধে এফআইআরের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের দবিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। মামলার পরবর্তী শুনানি ১০ জুন। গত ১৮ মে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় তৃণমূল। সেখানের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর ভুয়ো অডিও ফাঁস, কুরুচিকর মন্তব্য, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগে ঘাটাল থানায় হিরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি। বলা হয়, গত তিন মাস ধরে লাগাতার দেবের সম্পর্কে কুকথা বলে আসছেন হিরণ। প্রথম প্রথম পাত্তা না দেওয়া হলেও হিরণ থামেননি। ভুয়ো অডিও বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। সে কারণেই অভিযোগ জানানো হয়েছে পুলিশে। তৃণমূল প্রার্থী দেবের সম্মতি নিয়েই ঘাটাল থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নেমেছিল ঘাটাল থানার পুলিশ। এবার তাতেই স্থগিতাদেশ জারি করা হল হাইকোর্টের তরফে।