নিরাপত্তার ঘেরাটোপে আজ ৮ আসনে ভোটগ্রহণ, দেখে নিন কোথায় কত বাহিনী
২৪ ঘন্টা | ২৫ মে ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমিত শাহ রাজ্যে এসে বলে গিয়েছেন গত ৫ দফার ভোটেই ফয়সলা হয়ে গিয়েছে। কেন্দ্রে সরকার গড়ছে এনডিএ। এবার শুধু ব্যবধান বাড়ানোর পালা। অন্যদিকে, বিরোধীদের দাবি চারশো পার বিজেপির স্বপ্নই রয়ে যাবে। এরকম এক পরিস্থিতির মধ্যে শনিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহন হচ্ছে। আজ ৮ আসনে ভোট নেওয়া হচ্ছে।
তমলুকতমলুক আসনে এবার লোকসভায় বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বিচারপতি থাকাকালীন যিনি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন ৷ প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ এবারের লোকসভা ভোটে বঙ্গের কনিষ্ঠ প্রার্থী দেবাংশু, তৃণমূলের যুব সংগঠনের নেতা ৷ মাঝে মধ্যেই ঘাসফুলের হয়ে বিতর্কসভায় অংশ নিয়ে তিনিও বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন ৷ মোট কেন্দ্রীয় বাহিনী: ১৩০ কোম্পানি।স্পর্শকাতর বুথে নিরাপত্তা: প্রতি বুথে চারজন কেন্দ্রীয় জওয়ান ও কুইক রেসপন্স টিম।নাকা পয়েন্ট: ১১টিক্যামেরা ও ওয়েবকাস্টিং:সব বুথে মোট ভোটার: ১৮ লক্ষ৫০ হাজার ৫৩৪মহিলা ভোটার: ৯ লক্ষ১ হাজার ৩৯৩পুরুষ ভোটার: ৯ লক্ষ ৪৬ হাজার ৫২০তৃতীয় লিঙ্গ: ৩৯ জনমোট প্রার্থী : ৯কাঁথিবিধানসভা
চন্ডীপুর
খেজুরি
ভগবানপুর
পটাশপুর,
উওর কাঁথি
দক্ষিণ কাঁথি
রামনগরমোট কেন্দ্রিয় বাহিনী : ২১৮কোম্পানী
স্পর্শকাতর বুথে নিরাপত্তা : প্রতি বুথে চারজন কেন্দ্রিয় জওয়ান ও কুইক রেসপন্স টিম।
কন্ট্রোলরুম: ০৩২২০- ২৫৬২০২/ ২৫৬২০৩
নাকা পয়েন্ট : ২৩
ক্যামেরা ও ওয়েব কাস্টিং: সব বুথে
মোট ভোটার : ১৭৯৪৫৩৭
মহিলা ভোটার : ৮৭২৭৯২
পুরুষ ভোটার : ৯২১৭৩৭
তৃতীয় লিঙ্গ : ৮
মোট প্রার্থী : ৯ঝাড়গ্রামঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭৭৯৭৯৪। মহিলা ভোটার ৮৮৯৭২৪। পুরুষ ৮৯০০৫১, তৃতীয় লিঙ্গ ১৯।
মোট ভোটগ্রহণ কেন্দ্র ২০১৮
ঝাড়গ্রাম জেলায় ৪ টি বিধানসভার জন্য ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৭০০ রাজ্য পুলিস।
বাকি -পুরুলিয়ার বান্দোয়ান, মেদিনীপুর এর গড়বেতা ও শালবনি তে আলাদা বাহিনী।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ১৩ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে
নয়াগ্রাম বিধানসভার মোট ভোটার ২৩৭১১৪
মোট ভোট গ্রহণ কেন্দ্র ২৬৫গোপীবল্লভপুর বিধানসভা মোট ভোটার ২৩৫৩৪১ ভোটগ্রহণ কেন্দ্র ২৮৭ঝাড়গ্রাম বিধানসভা মোট ভোটার ২৪৫৪৮৮ ভোট গ্রহণ কেন্দ্র ২৫৯ বিনপুর বিধানসভা মোট ভোটার ২৩১৪৯০ ভোট গ্রহণ কেন্দ্র ২৮৫গড়বেতা বিধানসভা মোট ভোটার ২৪১৭৪১ ভোট গ্রহণ কেন্দ্র ২৬৫শালবনি বিধানসভা মোট ভোটার ২৮৮৮৭৯ ভোটগ্রহণ কেন্দ্র ৩১৪বান্দোয়ান বিধানসভা মোট ভোটার ২৯৭৩৩৯ ভোট গ্রহণ কেন্দ্র ৩৪৩
পুরুলিয়াপুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী ১২ জন ।মোট ভোট গ্রহণ কেন্দ্র ১৯০৩ টি। এর মধ্যে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র থাকছে ১০ টি। স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র - ২০১ টি। মোট ভোট কর্মী ১১ হাজার ৬৩৩ জন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ১৩৭ কোম্পানি। রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ৬ হাজার ৩৬৬ জন। মোট ভোটার ১৮ লক্ষ ১৯ হাজার ৯৮৯ জন। পুরুষ ভোটার ৯ লক্ষ ২২ হাজার ১৮২ জন, মহিলা ভোটার ৮ লক্ষ ৯৭ হাজার ৭৮৭ জন, তৃতীয় লিঙ্গ ২০ জন।প্রার্থীবিজেপি - জ্যোতির্ময় সিং মাহাতো
তৃণমূল - শান্তিরাম মাহাতো
বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী - নেপাল মাহাতো
আদিবাসী কুড়মি সমাজ - অজিত প্রসাদ মাহাতো
ফরওয়ার্ড ব্লক - সুস্মিতা মাহাতোবিষ্ণুপুর৭ টি বিধানসভা হল -
বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, বড়জোড়া, ওন্দা, খন্ডঘোষ ( পুর্ব বর্ধমান জেলা)মোট ভোটারের সংখ্যা - ১৭ লক্ষ ৫৪ হাজার ২৬৮ জনপুরুষ ভোটার সংখ্যা ৮ লক্ষ ৮৮ হাজার ৮৯১ জনমোট মহিলা ভোটার সংখ্যা - ৮ লক্ষ ৬৫ হাজার ৩৭৫ জনমোট তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা - ২ জন১০০ বছরের বেশি বয়সের ভোটার - ৪৮৮৫ বছরের বেশি বয়সের ভোটার - ৯৫২৯১৮-১৯ বছরের ভোটার সংখা - ৪২৯৮৩মহিলা পরিচালিত বুথ - ৩১ টিবিশেষ ভাবে সক্ষমদের দ্বারা পরিচালিত বুথ টি - ২ টিমডেল বুথ -১২ টিভোট গ্রহণ কেন্দ্র ১৬১৯ + ২৭১ = ১৮৯০
ওয়েব কাস্টিং - ১০০ শতাংশভোটকর্মী - ৭৫৬০ জন
কেন্দ্রীয় বাহিনী - ৮৭ কোম্পানি
ফ্লাইং স্কোয়াড - ২১ টিমোট প্রার্থীর সংখ্যা - ৭ জন।বাঁকুড়া৭ টি বিধানসভা হল -
বাঁকুড়া, ছাতনা, শালতোড়া, রানীবাঁধ, রাইপুর, তালডাংরা, রঘুনাথপুর ( পুরুলিয়া জেলা)মোট ভোটারের সংখ্যা - ১৭ লক্ষ ৮০ হাজার ৫৮০ জন
এর মধ্যে রঘুনাথপুর বাদে বিষ্ণুপুর লোকসভার মোট ভোটার ১৫ লক্ষ ৬ হাজার ৪২১ জনপুরুষ ভোটার সংখ্যা ৮ লক্ষ ৯৭ হাজার ৭২৫ জনমোট মহিলা ভোটার সংখ্যা - ৮ লক্ষ ৮২ হাজার ৮৫৪ জনমোট তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা - ০ জন১০০ বছরের বেশি বয়সের ভোটার - ৫৯৮৫ বছরের বেশি বয়সের ভোটার -১২৫৬৯১৮-১৯ বছরের ভোটার সংখা - ৪১৬৪১মহিলা পরিচালিত বুথ -৩১ টিবিশেষ ভাবে সক্ষমদের দ্বারা পরিচালিত বুথ -২ টিমডেল বুথ -১১ টিভোট গ্রহণ কেন্দ্র ১৬৬৪ + ২৮১ = ১৯৪৫