প্রায় সাত লক্ষ ভুয়ো মোবাইল বাজেয়াপ্ত করল কেন্দ্র
আজকাল | ২৫ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ৬ লক্ষ ৮০ হাজার মোবাইল ফোনকে ভুয়ো এবং অকার্যকরী হিসেবে চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ভুয়ো তথ্য দিয়ে এই মোবাইলের কানেকশন নেওয়া হয়েছিল। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রক ইতিমধ্যেই টেলিকম দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছে মোবাইল নম্বরগুলির তথ্য পুনরায় যাচাই করে দেখার জন্য। ওই নম্বরগুলি সম্পর্কে পুনরায় তথ্য যাচাইয়ের জন্য পরিষেবা প্রদানকারীদের ৬০ দিন সময় দেওয়া হয়েছে। জানানো হয়েছে, যে নম্বরগুলির তথ্য যাচাই করা যাবে না সেগুলির কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়া হবে।